ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “খেজুর গাছের রস”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 6, 2024 - 9:49 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার
খেজুর গাছের রস
আব্দুস সাত্তার সুমন 
খেজুর গাছে শীতের লগন
খেজুরের রস ঝরে,
বিকাল বেলায় হাড়িপাতে
সারারাত পরে।
ফোটায় ফোটায় রস জমেছে
খেতে দারুন মজা,
মিষ্টি মিষ্টি সুস্বাদু রস
সকালবেলা তাজা ।
পিঠা পায়েস ঘন দুধে
খেজুর রসের ঘ্রাণ,
মা খালারা তৈরি করে
সবার যেন প্রাণ।
কাঁচা রসের ভিন্ন মজা
গরম স্বাদে অন্য,
গ্রামগঞ্জে শীতকালেতে
পেয়ে মোরা ধন্য।