কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের স্মরণে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা,কেরানীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বিজয় মেলার উদ্বোধন করেন।