ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অবৈধপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশি আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 18, 2024 - 11:42 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:খাগড়াছড়ির সীমান্তে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশু সহ ১২ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির টহল দল নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় এই ১২ জন বাংলাদেশিকে আটক করে। আটককৃতদের মধ্যে শিশুসহ ১১ জন সনাতন ধর্মাবলম্বী নাগরিক ছিলেন। তাদের মধ্যে ৫৭ বছর বয়সী গোপি নাথ, ৪৩ বছর বয়সী রুপালী রানী নাথ, ২১ বছরের কৃষ্ণ নাথ, ৪০ বছর বয়সী সঞ্জয় নাথ এবং ১২ বছর বয়সী শ্রী দীব্বকৃষ্ণ নাথসহ আরো কয়েকজন রয়েছেন।
আটককৃতরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরুম গ্রামের বাসিন্দা। অন্যদিকে, কয়েকজন মহেশখালীর বাসিন্দা বলেও জানা গেছে। আটককৃতদের ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, বিজিবি সীমান্তে নিয়মিত টহলদারি চালিয়ে চলেছে এবং অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ড সীমান্ত পারাপার হতে না পারে।
এদিকে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণায় এলাকার জনগণের মধ্যে নিরাপত্তা সুরক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।