ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঢাকায় অবহৃত দুই বোনকে পটুয়াখালীর দশমিনা থেকে উদ্ধার করলো র‍্যাব।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 18, 2024 - 3:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

মু,হেলাল আহম্মেদ(রিপন),পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ রাজধানীর কদমতলী এলাকা থেকে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দশমিনা থানা পুলিশের কাছে দুই বোনকে হস্তান্তর করে র‍্যাব।

একইদিন রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানিয়েছে, রাজধানীর কদমতলী এলাকা থেকে ১৪ ডিসেম্বর নিখোঁজ হন দুই বোন। তাদের অপহরণ করা হয়েছিল। র‍্যাবের একাধিক ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর দশমিনা এলাকা থেকে দুই বোনকে উদ্ধার করে।

লে. কর্নেল মুনীম জানান, ঘটনার দিন দুই বোন তাদের নানি ও খালাকে এগিয়ে দেওয়ার জন্য ঢাকার কদমতলীর জাপানি বাজার এলাকায় গিয়ে আর বাসায় ফিরে যাননি। সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তাদের বাবা কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তাদের দুজনকে দ্রুত উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে র‍্যাব গোয়েন্দা নজর দারি শুরু করে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে দুই বোনকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের শনাক্তের কাজ চলমান রয়েছে র‍্যাবের।