সৌদি দূতাবাসের আয়োজনে রংপুরে হিফযুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত
রেখা মনি, রংপুর ব্যুরো : ঢাকাস্থ সৌদি দূতাবাসের আয়োজনে রংপুরে জাতীয় হিফযুল হাদীস প্রতিযোগিতার বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) নগরীর মুলাটোল কামিল মাদরাসা মিলনায়তনে বাছাইপর্বে বিভিন্ন বিষয়ভিত্তিক একশ হাদীস প্রতিযোগিতা শেষে তিন জনের হাতে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাটোল কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আজগর আলী, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বাছাই পর্বের পরিচালক ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ ড. ওসমান গণি, সহযোগী পরিচালক ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ শায়খ আসাদুল্লাহ খান আল মাদানী।
এছাড়াও বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন জাফরপাড়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক উস্তাদ মাওলানা মো: মুসলিম উদ্দীন, ধাপসাতগাড়া কামিল মাদরাসার শিক্ষক মুহাদ্দিস মো: আব্দুল মুমিন এবং ফকিহ আব্দুল আহাদ।
আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঢাকাস্থ রাজকীয় সৌদি দূতাবাসের অধীনস্থ রিলিজিয়াস এট্যাচে অফিস প্রতি বছর দেশব্যাপী হিফযুল কুরআন ও হিফযুল হাদীস প্রতিযোগিতার আয়োজন করে থাকে । বিভাগীয় বাছাই প্রক্রিয়া শেষে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রত্যেক গ্রুপের ১ম স্থান অধিকারীকে নগদ পুরস্কারসহ সৌদি আরবের মহামান্য বাদশাহ কিং সালমান বিন আব্দুল আজীজের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র ওমরাহ পালন করানো হবে। অন্যান্য বিজয়ীদেরকেও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।