ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় অবৈধ পুকুর খনন, জরিমানা ৫০ হাজার। 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 24, 2024 - 12:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, বাঘা-রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাডা গ্রামে অবৈধ পুকুর খনন কারীকে এ জরিমানা করা হয় বলে জানা যায়।

জানা যায়, বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামে ৩ ফসলী ৫ বিঘা জমিতে অবৈধ ভাবে পুকুর খানন করছিলেন। বাঘা পৌর এলাকার বলিহার হাজীপাড়া গ্রামের মোঃ নাজমুল হকের ছেলে মোঃ মাইনুল ইসলাম। এ অবৈধ পুকুর খননের বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট সাবিহা সুলতানা ডলি। এ সময় তিনি পুকুর খনন কারীকে প্রাথমিক ভাবে সতর্ক করে এবং রাস্ট্রীয় ভূমি আইনে আর্থিক ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খননের দায়ে ভূমি আইনে জমির মালিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়ে জরিমানা আদায় করা হয়েছে। বাঘা উপজেলা প্রশাসনের পক্ষে জানাচ্ছি কোন ভাবেই অবৈধ পুকুর খনন বা জমির শ্রেণী পরিবর্তন করতে দেওয়া হবে না।