ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাতের আঁধারে শীতার্ত মানুষের পাশে মানবিক পুলিশ ছিদ্দিকুর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 25, 2024 - 3:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

রাজন আবেদীন রাজু স্টাফ রিপোর্টার:শীত এলেই যেন ছিন্নমূল গরীব মানুষের কষ্ট কয়েক গুণ বেড়ে যায়। শীত থেকে বাঁচতে বিত্তবানরা নানান উপায় অবলম্বন করলেও গরিব মানুষরা পড়েন চরম বিপদে। তাই ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক পুলিশ ছিদ্দিকুর। রাতের আঁধারে তিনি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে।

গত নভেম্বর মাস থেকে সিলেট, মৌলভীবাজার ও কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে কয়েক শতাধিক পরিবারের মাঝে এসব শীত বস্র বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক। শীতবস্র দেওয়া হয় মানবতার ফেরিওয়ালা পরিষদ ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে।

এ বিষয়ে মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, সিলেট, মৌলভীবাজার,শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়, গরীব ও গ্রামের শীতার্ত পরিবারকে একটি করে কম্বল দিচ্ছি। প্রতি বছরই আমরা শীতবস্ত্র দিয়ে থাকি। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানো আমাদের এই সংগঠনের কাজ। আমাদের এ কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে শীতার্ত মানুষগুলো শীত থেকে রক্ষা পাবে।