কেরানীগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্য র্যাবের হাতে গ্রেফতার
কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ২০ লক্ষ টাকা মুক্তিপনের দাবিতে অপহৃত ব্যক্তি উদ্ধার এবং অপহরণ চক্রের ৬জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতারকৃতরা হচ্ছে সৈকত সরকার (২৩),শিহাব রহমান সিন(২১),মোঃ সজিব (৩০),মোসাম্মৎ কুলসুম ২১),মোঃ রাসেল(৩০) ও মোঃ মেহেদী হাসান (২৮)। আজ দুপুরে রাজেন্দ্রপুরে র্যাব-১০ এর সদর দপ্তরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্য জানানো হয়। র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার তানভীর আহমেদ শিথিল তার লিখিত বক্তব্যে জানান, রাজধানী শ্যামপুর থানার জুরাইন এলাকার বেকারি শ্রমিক মোঃ আলাল মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অপহরণকারী চক্রের সদস্য কুলসুম।
এই সূত্র ধরে গত ৬ জানুয়ারি বিকেল বেলায় আলাল মিয়াকে একটি সিএনজি রোগে ঘুরে বেড়ানোর কথা বলে কেরানীগঞ্জের গদারবাগে নিয়ে এসে একটি ঘরে আটকে রাখে। পরে ঐদিন রাতেই ভিকটিমের মাকে ফোন দিয়ে ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা। অপহরণকারীরা আলাল মিয়াকে বিভিন্নভাবে মারধর ও নির্যাতন করে ভিডিও ধারণ করে সেগুলো আলাল মিয়ার পরিবারের সদস্যদের পাঠিয়ে দেয়।
এতে আলাল মিয়ার পরিবারের লোকজন তাকে উদ্ধারের জন্য অপহরণ চক্রের সদস্যদের ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়। এতেও আলাল মিয়াকে অপহরণকারীরা ছেড়ে না দেওয়ায় তার পরিবারের লোকজন কেরানীগঞ্জ মডেল থানায় ও র্যাব-১০ বরাবর অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাব-১০এর একটি অভিযানীক দল বুধবার গভীর রাতে গদারবাগে
জৈনক ওসমান মিয়ার নির্মাণাধীন চারতলা ভবনের নিচ তলার একটি ফ্লাট থেকে অপহৃহ আলাল মিয়াকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের নারী সদস্য কুলসুমসহ তার ওপর সহযোগী ছয় জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারীদের কাছ থেকে একটি সিএনজি অটো রিক্সা, একটি মোটরসাইকেল, ও ধারালো কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।