ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে কুদ্দুস মাস্টার ওয়েল ফেয়ারের শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 9, 2025 - 3:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

শরিফুল ইসলাম বাবুল, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মরহুম আ: কুদ্দুস মাস্টার ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার(০৭ জানুয়ারী) বিকেলে উপজেলার কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অত্র সোসাইটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহম্মেদ, সমাজসেবা ফিল্ড সুপারভাইজার খান মনিরুস সালেহীন রুমন, কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হামিদুর রহমান, কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: কাদের, জোয়াহের আলী মাতাব্বর, সোহরাব ম্যালেটারী, ইয়ার উদ্দিন পুলিশ প্রমুখ।

মরহুম আ: কুদ্দুস মাস্টার ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাকারিয়া সাদিক লাভলু জানান, ২০২১ সাল থেকে আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এবছর তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হলো। এর পাশাপাশি বছরব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। ভবিষ্যতেও আমাদের এসব স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে।