ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে – যুবদল নেতা রেজাউল কবীর পল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 11, 2025 - 2:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল বলেছেন,জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে। বাংলাদেশের জনগণের আস্থার জায়গা জিয়া পরিবার। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলেছেন, মানুষের অধিকারের কথা বলেছেন।

আমরা তার রাজনীতি করি। তার জন্য আমরা গর্ববোধ করি। স্বৈরাচারী শেখ হাসিনা তাকে সাত বছর অবৈধভাবে জেল খাটিয়েছেন। তাকে অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন। চিকিৎসার জন্য তাকে বাহিরে যেতে দেয়নি ।

বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য এখন লন্ডনে আছেন।আমরা তার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের মডেল টাউনে রয়েল কমিউনিটি সেন্টার খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন ১/১১ সময় বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সে সময় দেশ ছেড়ে যেতে রাজি হননি।

তিনি তার জীবনের চেয়েও দেশকে ভালোবাসেন। এজন্যই তাকে দেশে নেত্রী বলা হয়। আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাহিরে আছেন। তিনি সেখান থেকেই এদেশের মানুষকে রাজনৈতিকভাবে জাগ্রত করেছেন। স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনে জুলাই আগস্ট বিপ্লবে ব্যাপকভাবে অবদান রেখেছেন। এ সময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতান নাসির,ব্যারিস্টার সাকিব প্রমূখ।