ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে ‘লাবীব গ্রুপ’ এর ১০ হাজার শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 15, 2025 - 3:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে আজ সোমবার সকালে উপজেলা মাঠে লাবীব গ্রুপ ১০ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার শীতার্তদের মধ্যে ১০ হাজার স্যুয়েটার, ১০হাজার মাফলার, ১০হাজার টুপি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সামা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন মুকুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

লাবীব গ্রুপের পক্ষ থেকে উপহার হিসেবে শীতবস্ত্র পাওয়া একাধিক ব্যক্তি বলেন, একটা স্যুয়েটা, একটা মাফলার ও একটা টুপি পাইয়া খুবই খুশি লাগতাছে। ক্ষেতে খামারে কাপড়গুলো পইরা কাম করতে পারমু। দোয়া করি যারা কাপড়গুলো দিছে, তাগো যানি আল্লাহ ভালো রাখে।