দিরাইয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জগ মার্কায় ভোট দিন– মেয়র মোশাররফ মিয়া
মুরাদ মিয়া,স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোশাররফ মিয়া বলেছেন বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ষড়যন্ত্র রুখতে আগামী ২৮ ডিসেম্বর জগ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।
শুক্রবার রাতে জগ মার্কার সমর্থনে দিরাই পৌরসভার ২নং ওয়ার্ডের নোয়া হাটিতে লোকে লোকারণ্য উঠান বৈঠকে মেয়র মোশাররফ মিয়া আরও বলেন আমার ৫ বছর মেয়াদের মধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নতুন সড়ক নির্মাণ ও পাকাকরণ এবং পৌরসভার নিজস্ব ভবন নির্মাণ সহ অনেক দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
আমাকে ষড়যন্ত্র করে মেয়র পদে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। আজ জগ মার্কার প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আপনাদের কাছে এসেছি।
আমিদীর্ঘ ৩৫ বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ও আমার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন একনিষ্ট কর্মী হিসেবে এবং দিরাই শাল্লার বার বার নির্বাচিত সংসদ সদস্য আমার নেতা প্রয়াত বাবু সুরজ্ঞিত সেনগুপ্তের এক কর্মী হিসেবে আজীবন নৌকা কে ভালবেসে এসেছি। বাকি জীবন ও শেখহাসিনার প্রতিতার আদর্শের প্রতি অবিচল থেকেই নৌকাকে ভালবেসে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তার সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভূল বুঝিয়ে বিশ্বজিৎকে নৌকা প্রতিকের প্রার্থী দেয়া হয়েছে।
এছাড়াও মোশাররফ মিয়া বলেন ঘাটে বাধা নৌকা যেমন মানুষ ছাড়া চলে না ঠিক তেমনি সঠিক মাঝি ছাড়া নৌকা দিরাই পৌরসভার ভোটাররা গ্রহণ করবেনা।
আবেগ জড়িত কণ্ঠে মেয়র মোশাররফ মিয়া আরো বলেন আমাকে মাইনাস করার জন্যে ১৮ মাস পূর্বে মিথ্যা মামলার চার্জশিট থেকে বাদ দেওয়ার পরেও ষড়যন্ত্র করে নির্বাচনকে সামনে রেখে আবারো সেই পুরনো মামলা সচল করা হয়েছে। আর এই অজুহাতে ষড়যন্ত্র করে আমার প্রিয় সংগঠন আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তার ১৪ বছরের শিশুসহ দুই ছেলেকে মামলায় জড়ানো হয়েছে।
আমি আপনাদের ভালো বাসায় ও সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি আগামী ২৮ ডিসেম্বর জগ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে একদিকে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে অপরদিকে আমার নির অপরাদ দুই সন্তান কে মিথ্যে মামলা থেকে অব্যাহতি করতে সহায়ক হবে।