ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ ডিবি ওসির নির্দেশে অভিযানে ইয়াবা হেরোইনসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 20, 2020 - 4:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 125 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরুদী অভিযান অব্যাহত রয়েছে। ওসি ডিবি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) গোয়েন্দা শাখা নির্দেশে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হচ্ছে মাদক ব্যবসায়ী ও অপরাধীরা। সেই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ ডিসেম্বর শনিবার রাতে কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।এসময় তাদের নিকট থেকে ০৫ গ্রাম হেরোইনস উদ্ধার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ১। মোঃ জাহাঙ্গীর (৩০), পিতা মৃত-সামছুদ্দিন, মাতা-মোছাঃ মরিয়ম বেগম, সাং-বলাশপুর কসাইপাড়া, ২। মোছাঃ শিরিনা বেগম (৪৫), স্বামী মৃত-হাসিম উদ্দিন, পিতা মৃত-রফিক, এ/পি সাং-কেওয়াটখালী বাজার কলোনী (মোঃ জামাল (৪০) পিতা মৃত-ডিএম সামছুল এর বাড়ীর ভাড়াটিয়া), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে একই তারিখ কোতোয়ালী থানাধীন পুরোহিত পাড়া থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলটসহ মাদক ব্যবসায়ী ৩। মোঃ মঈনুল হাসান খান @ রাকাত (১৯), পিতা মৃত-ইব্রাহিম খলিল, মাতা-মিনা আক্তার, সাং-চরপাড়া কপিক্ষেত (মান্নান সাহেবেরে বাসার ভাড়াটিয়া) (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২০ ডিসেম্বর/২০২০।

অভিযানে কোতোয়ালী থানাধীন খাগডহর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায় ৪। মোছাঃ শারমিন আক্তার (৩৫), স্বামী-আলিফ রব্বানী, পিতা মৃত-হাবিবুর রহমান, সাং-লিচুতলা কুমারগাতা, থানা-মুক্তাগাছা এ/পি সাং-খাগডহর ঘুন্টি (মোঃ শামীম (৪৫)) এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান- জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নের লক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি অভিযানের সফলতায় তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।