ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নরসিংদীর রায়পুরায় উত্তর বাখরনগর জমি সংক্রান্ত বিরোধে বসতঘর ভাংচুর ও লুটপাট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 20, 2020 - 7:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 123 বার

হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি:  নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তরবাখর ইউনিয়নের পুর্বপাড়া এলাকায় গত শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, একই এলাকার হারুন মিয়া ও বাচ্চু মিয়ার মধ্যে প্রায় ১৫ বছর ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঐদিন সন্ধ্যায় উত্তর বাখরনগর নয়া সড়ক মোড়ে চায়ের দোকানে হারুন ও বাচ্চুর ভাই মোখলেছের সাথে কাথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় মোখলেছের আঘাতে হারুন গুরুতর আহত হয়। এখবর উভয় পক্ষের বাড়িতে জানাজানি হলে প্রথমে হারুনের সীমানা ঘেষে নির্মীত বাচ্চুর দেয়াল ভেঙ্গে ফেলে হারুনের লোকজন।
এসময় বাচ্চুর লোকজন হারুন’র বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। ক্ষতিগ্রস্থের স্ত্রী শরিফা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় আমার স্বামীকে মারধর করে বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে এবং গচ্ছিত টাকাসহ স্বর্ণালংকার ও ২টি গরু এবং ৫টি ছাগল নিয়ে যায়। এব্যাপারে অভিযুক্ত বাচ্চুর স্বজনরা জানান, ঐদিন রাতে হারুনের সাথে কথা কাটাকটি হয় ঠিকই কিন্তু হতাহতের ঘটনা ঘটেনি। উল্টো তারাই আমাদের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে।

এসময় আমার লোকেরা বাধা দিলে হারুনের লোকেরা আমাদের লোকজনের উপর চরাও হয়। এসময় ক্ষিপ্ত হয়ে আমাদের লোকজন তাদের বসতঘর ভাংচুরের চেষ্টা করে। পরে তারা তাদের নিজের ঘর ভাংচুর করে ঘরের প্রয়োজনীয় জিনিসিপত্র অন্যত্র সড়িয়ে আমাদের ফাসাঁনোর চেষ্টা চালাচ্ছে।
এব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।