ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মুক্তাগাছা পৌরসভার মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিলেন বাপ্পী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 21, 2020 - 11:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

আরিফ রববানী ময়মনসিংহঃ মুক্তাগাছায় আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পি মনোনয়ন পত্র জমা দেওয়ায় পৌরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার দেখা দিয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) সকালে বিশাল কর্মী সর্মথক ও শুভাকাঙ্ক্ষী পৌরবাসীকে সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে এসে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।এ সময় তার সাথে অত্র পৌরসভার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জানা যায়- দেবাশীষ ঘোষ বাপ্পী ইতিপুর্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বে থেকে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখায় তিনি জনপ্রিয় একজন মানবধরদী সমাজ সেবক পরিচিতি অর্জন করেছেন। পৌর নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ হলে তিনি জয় হবেন বলে আশা ব্যক্ত করেন পৌর এলাকার ভোটাররা।

সুত্র মতে জানা গেছে-মুক্তাগাছা পৌরসভা সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ বছর মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্ধী মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে ৬ জন হলেন -আওয়ামী লীগের দলীয় মনোনিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, বিএনপি থেকে দলীয় মনোনিত সাবেক মেয়র শহিদুল ইসলাম, এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, সাবেক পৌর কমিশনার আক্রাম আলী ভুলু এবং স্বতন্ত্র আতাউর রহমান লেলিন। দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী মুক্তাগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।