কমলগঞ্জে ৪ মেয়র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়ন দাখিল, যাচাই বাছাই ২২ ডিসেম্বর
রাজন আবেদীন রাজু কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়রসহ ৪ মেয়র প্রার্থীসহ মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
গতকাল ২০ ডিসেম্বর কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিলো বিকাল ৫টা পর্যন্ত, আগ্রহী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী বর্তমান মেয়র উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জুয়েল আহমদ, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সহ-সভাপতি বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি হেলাল মিয়া। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন দাখিল করেন। গতকাল উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচনী আচরণবিধি মেনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার উপস্থিত ছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জনসহ ৪৭ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করলেও একজন কাউন্সিলর প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল না করায় ৪ জন মেয়রসহ ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ২২শে ডিসেম্বর, প্রত্যাহার ২৯শে ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৩০শে ডিসেম্বর।
দ্বিতীয় ধাপে আগামী ১৬ই জানুয়ারি কমলগঞ্জ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হলো ১৩ হাজার ৯০৫ জন।