নিউইয়র্কে করোনায় বাবা-ছেলের ইন্তেকাল
হাকিকুল ইসলাম খোকন :মাত্র ৩ ঘন্টার ব্যাবধানে নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে প্রাথমিক খবরে জানা গেছে। চট্টগ্রামের হালিশহর এ ব্লক ৮ নং লেনের স্থায়ী বাসিন্দা সন্দীপ নিবাসী, কমিউনিটির পরিচিত মুখ ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান এবং তার ছেলে আবুল বাশার পান্না সিপিএ।
গত শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউইয়র্ক এ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তারা নিউইয়র্কের ব্রুকলীনে বসবাস করতেন। বাবা-ছেলের আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।