ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত কে বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 13, 2020 - 4:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 303 বার

মোঃ রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সৈয়দ ওয়াসিম আকরামের সভাপতিত্বে ও অনুষ্ঠানের সঞ্চালক লিটন আহমেদ সাধারন সম্পাদক বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত কে সংবর্ধনা দেওয়া হয়।

১২ ই ডিসেম্বর শনিবার গেড়ামারা গোহাইল বাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিকাল ৩ ঘটিকায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল মির্জাপুর (০৭) আসনের এম, পি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব একাব্বর হোসেনের সু-যোগ্য পুত্র বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত কুইন মেরী ইউনিভার্সিটি অব (লন্ডন) এ ব্যারিষ্টারী সম্মাননা লাভ করায় বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।

সে সময় গেড়ামারা গোহাইল বাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে বহুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও অন্যান্য পেশাজিবী মানুষ উপস্থিত ছিলেন। তাদের প্রানের দাবীগুলো তাহরীম হোসেনের কাছে তুলে ধরেন এবং এই ইউনিয়নের অসমাপ্ত যতগুলো কাজ রয়েছে তা সম্পন্ন করার জন্য সীমান্তর মাধ্যমে তার বাবার নিকট আহবান জানান।

এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আজাহারুল ইসলাম ভাইস চেয়ারম্যান মির্জাপুর উপজেলা, আবুল কাসেম সিকদার (খোকন) প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, রেজাউল করিম বাবুল সদস্য, মির্জাপুর বহুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান ( সাদু) ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ সিকদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন লিটন, সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (সিয়াম) মির্জাপুর উপজেলা ছাত্রলীগ, মো. শওকত আলী খান আহবায়ক ও যুগ্ম – আহবায়ক শেখ জসিম উদ্দিন বহুরিয়া ইউনিয়ন যুবলীগ, আব্দুল আউয়াল বাবু আহবায়ক ও যুগ্ম আহবায়ক আব্দুল করিম ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ, আবুল কালাম আজাদ চান মিয়া কৃষক লীগ, মোঃ বাবুল রহমান সভাপতি গেড়ামারা গোহাইল বাড়ি স্কুল কমিটি সহ, সদস্য ওবায়দূর রহমান, টুটুল, মামুন, গৌতম প্রমূখ উপস্থিত ছিলেন।