বার্সেলোনায় কেমন আছেন মেসি
খেলা ডেস্ক : চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনায় ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। বুরো ফ্যাক্সের মাধ্যমে প্রিয় ক্লাব ছাড়ার ঘোষণা দেন তিনি। অনেক নাটকীয়তার পর সেটা হয়নি। শেষ পর্যন্ত, চলতি মৌসুম বার্সাতেই থেকে যান রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
বছর শেষে যখন ঘুরেফিরে মেসির দলবদলের কথা উঠছে তখন বার্সা ভক্তদের সুখবর দিলেন তিনি। জানালেন কাতালান ক্লাবটিতে এখন ভালো আছেন আর্জেন্টাইন তারকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বড়দিন উপলক্ষ্যে স্প্যানিশ টেলিভিশন লাসেক্সতাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেসি। আগামী ২৭ ডিসেম্বর সম্প্রচারিত হবে সেটি। সাক্ষাৎকারটি ছোট্ট একটি অংশ প্রকাশ করেছে ‘আরএসি ১ রেডিও’।
এ নিয়ে সাক্ষাৎকারে মেসি বলেন, ‘গ্রীষ্মের আগে যা ঘটেছিল, যেভাবে মৌসুম শেষ হয়েছিল, ফ্যাক্স বার্তা এবং সবকিছু মিলে এরপর মৌসুমের শুরুর দিকে এর প্রভাব কিছুটা আমার ওপর ছিল। এখন আমি সত্যিই ভালো আছি। হ্যাঁ, এটা সত্যি যে গত গ্রীষ্মে আমার খুব খারাপ সময় কেটেছে।’
অবশ্য মৌসুম শেষে মেসি বার্সেলোনা ছাড়বেন কি না, সেই বিষয়ে কিছু বলেননি আর্জেন্টাইন তারকা, ‘আমি এখন খুব ভালো আছি। আমাদের সামনের ম্যাচগুলোর জন্য লড়াই করার প্রত্যাশা করছি। আমি নিজে উচ্ছ্বসিত। তবে আমি জানি, ক্লাবটি কঠিন সময় পার করছে, বার্সেলোনার চারপাশের সবকিছুই জটিল, তবে আমি ভালো কিছুর প্রত্যাশা করছি।’