ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

এক শিশু হত্যার দায়ে আরেক শিশু গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 13, 2020 - 4:56 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

ঢাকা : সোনারগাঁয়ে শিশু মো. জিসান (৭) নিখোঁজের ১০ দিন পর বাড়ির পাশের রান্না ঘর থেকে বস্তাবন্দি অববস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছিলো পুলিশ। এ ঘটনায় মো.তুহিন (১২) নামে আরেক শিশুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে চরকামালদী এলাকায় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো.তুহিন (১২) জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে এবং ৫র্থ শ্রেনীর শিক্ষার্থী।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক আহসান উল্লাহ জানান, সোনারগাঁয়ে বি আর স্পিনিং লিমিটেড কোম্পানির মালি হিসেবে কর্মরত ইলিয়াস শেখের ছেলে শিশু জিসান ও মহজমপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে তুহিন মরীষটেক এলাকায় পাশাপাশি ভাড়া বাড়িতে পরিবারের সাথে থাকতেন। ১ লা ডিসেম্বর দুপুরে তুহিনের ঘরের সামনে জিসান একটি খেলনা গাড়ি খেলছিলো। এসময় তুহিন তার কাছে গাড়িটি চায়, জিসান তাকে খেলনা গাড়ি না দেয়ায় তুহিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জিসান পরে গিয়ে ইটের সাথে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। ওই সময় জিসান যাতে চিৎকার দিতে না পারে এজন্য তুহিন তাকে টিপে হত্যা করে। পরে তুহিন তাদের রান্নার ঘরে নিয়ে জিসানের লাশ বস্তাবন্দী করে রেখে দেয়।

পুলিশ পরির্দশক আহসান উল্লাহ আরও জানান, ওই দিন গ্রেফতারকৃত তুহিনের মা ও বোন কাজে ছিলো একটি পোশাক কারখানায়। পরে নিখোঁজের ১০ দিন পর জিসানের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।

এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন নামের (১২) আরেক শিশুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন এসব তথ্য জানান।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে তুহিনকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।