কুলাউড়া বরমচাল উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুইট খান বিজয়ী
সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামীলীগের বিদ্রোহী চশমা প্রতিকে খোরশেদ আহমদ খান সুইট কে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী ভোট গ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে সাতটায় এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার আহসান ইকবাল।
কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) খোরশেদ আহমদ খান সুইট । তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। নিকটতম প্রতিদন্ধী বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুল মোক্তদির মোক্তার ৩ হাজার ২৪০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে খয়রুল আমিন চৌধুরী ১ হাজার ১৮ ভোট, চতুর্থ স্থান নিয়ে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক সিএম জয়নাল আবেদীন পেয়েছেন ৯৬৬ ভোট।
উল্লেখ্য, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়ে যায়।