ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৮ অপরাহ্ন

পাকিস্তান দল ছেড়ে আসছেন কোচ ওয়াকার ইউনুস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 23, 2020 - 6:21 pm
  • পঠিত হয়েছে: 92 বার

খেলা ডেস্ক : নিউজিল্যান্ড সফরে গিয়ে একের পর এক কোয়ারেন্টাইন, করোনা পজিটিভ এবং ইনজুরির কবলে পড়ে পুরোপুরি বিপর্যস্ত পাকিস্তান ক্রিকেট দল। এরই মধ্যে বক্সিং ডে টেস্ট শুরুর আগে তিনটি বড় দুঃসংবাদ তাদের জন্য। ইনজুরির কারণে এই টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক বাবর আজম, ওপেনার ইমাম-উল হক এবং লেগ স্পিনার শাদাব খান।

এবার দলের কাছে ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন টিম ম্যানেজমেন্টেরই অংশ, বোলিং কোচ ওয়াকার ইউনুস। যদিও বক্সিং ডে টেস্টে তিনি দলের সঙ্গে থাকবেন এবং টেস্ট শেষ হওয়ার পর দেশে ফিরে আসবেন তিনি। ওয়াকার ইউনুসের ছুটিও মঞ্জুর করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

মূলতঃ পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই এই ছুটি দেয়া হয়েছে ওয়াকার ইউনুসকে। কারণ, গত ৬ মাস তিনি পরিবারের বাইরে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে এই ৬ মাসে তার কোনো দেখা-সাক্ষাৎ নেই।

লাহোরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন ওয়াকার ইউনুস। নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে পাকিস্তান দল দেশে ফিরে আসার পর তাদের সঙ্গে যোগ দেবেন ওয়াকার। ১৭ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করবে পাকিস্তান ক্রিকেট দল।

ইংল্যান্ডে সফরের সময় থেকেই ওয়াকার ইউনুস পরিবারের বাইরে অবস্থান করছেন। এরই মধ্যে গত সেপ্টেম্বরে সিডনিতে থাকা তার পরিবারের একাংশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওয়াকার। কিন্তু একটি হোটেলে যখন বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন করছিলেন, তখন মাত্র ৮দিন পার হওয়ার পরই শোনেন লাহোরে তার বাবার মৃত্যুর খবর।

সুতরাং, এরপরই তিনি সেখান থেকে সোজা লাহোরে চলে আসেন। তখন থেকেই টানা পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে রয়েছেন ওয়াকার।

পাকিস্তান টিম ম্যানেজার মনসুর রানা বলেন, ‘গত জুন মাস থেকেই তো পরিবারের বাইরে অবস্থান করছেন ওয়াকার ইউনুস। এ বিষয়টা চিন্তা করেই তাকে ছুটি দেয়া হয়েছে। যাতে করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের জন্য প্রস্তুতিতে তাকে দলের সঙ্গে পাওয়া যায়।’