ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৭ অপরাহ্ন

গাড়ি বিস্ফোরণ, আহত ৩-যুক্তরাষ্ট্রে বড়দিনে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 26, 2020 - 12:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বড়দিনের সকালে গাড়ি বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। ঘটনাটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দারা।

২৫ ডিসেম্বর শুক্রবার সকালে বড়দিন উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের বাসিন্দারা। কিন্তু হঠাৎ গাড়ি বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ধারণা করছে, একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটার পর আরো কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় ইউনিট এবং নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়। বিস্ফোরণের পরপর বন্ধ করে দেওয়া হয় আশপাশের এলাকা। পরিকল্পিতভাবেই কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ন্যাশভিলের মুখপাত্র ডন অ্যারোন বলেন, একজন লোক ওই রাস্তা ধরেই তার কুকুর নিয়ে হাঁটছিলেন। এ সময় এক পুলিশ কর্মকর্তা তার পথ ঘুরিয়ে দেন। এর ঠিক পরই বিস্ফোরণ ঘটে। এতে ওই কর্মকর্তা মাটিতে লুটিয়ে পড়লেও ভাগ্যক্রমে বেঁচে যান।