ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বড়দিন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 26, 2020 - 5:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

আরিফ রববানী ময়মনসিংহ : খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উদযাপন বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান ।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উৎসবমুখর পরিবেশে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে, কেক কাটার মাধ্যমে এবং ফুলের মূর্ছনায় সকলে মিলে বড়দিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন-মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু খ্রিস্টের জন্ম হয়। তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী ও ভালবাসার কথা। যীশু খ্রিস্টের জন্ম ও তাঁর ক্রশীয় মৃত্যুর প্রকৃত তাৎপর্য হল মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সত্য জীবনযাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনায়নসহ প্রভৃতি ভাল কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করা।

সে সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ মান্যবর ব্যক্তিবর্গ।

সৃষ্টিকর্তার কাছে করোনা মহামারীতে সমগ্র সৃষ্টিকুলের মঙ্গল কামনা করে, সীমিত পরিসরে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।