মক্কা আওয়ামী পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
খলিল চৌধুরী, মক্কা সৌদি আরব প্রতিনিধি-মক্কা আওয়ামী পরিষদ উদ্যেগে মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, শহীদ বুদ্ধিজীবী সহ সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, দোয়া ও আলোচনা সভা মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবদুল খালেক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীন রাজনীতিবিদ জনাব হাজী আসলাম সেলিম। প্রধান বক্তা ছিলেন মক্কা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন।
সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকতার হোসেনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ফারুক, মাহাবুবুল আলম, জসিম উদ্দিন, মোহাং শাহজাহান, মোহাম্মদ কামাল, ওবায়দুল করিম, নুরুল আবছার, ওয়াহিদ চৌধুরী ও আবদু সত্তার প্রমুখ।
এছাড়াও মক্কা নগরীর সাংগঠনিক বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও সকল প্রবাসীদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব নুর হোসেন।