সিরাজগঞ্জ ফুটবল একাডেমি’র তৃতীয় বর্ষ উদযাপন করলো ক্ষুদে খেলোয়াড়েরা
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ সিরাজগঞ্জ ফুটবল একাডেমি’র তৃতীয় বর্ষ উদযাপন করলো প্রায় শতাধিক ক্ষুদে শিশু -কিশোর খেলোয়াড়েরা। বর্ষপূর্তি অনুষ্ঠানে, আলোচনা, কেক কর্তন, সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, সাবেক কৃতিফুটবলার মোঃ কামরুল হাসান হিল্টন।
এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ইমলেদা হোসেন দীপা। সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক কৃতিফুটবলার হাসান শফিক কল্লোল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের গৌরবগর্ব ইন্টারন্যাশনাল শুটার শোভন চৌধুরী।