ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামিন পেলেন ডা. সাবরিনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 13, 2020 - 12:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 170 বার

ঢাকা; জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা শারমিন জামিন পেয়েছেন। সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ কে এস ইমরুল কায়েশের আদালত থেকে তিনি জামিন পান।

রবিবার (১৩ ডিসেম্বর) বাড্ডা থানার থানা পুলিশের উপপরিদর্শক মাঝহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ৩০ আগস্ট এনআইডি প্রতারণার অভিযোগে ডা. সাবরিনার বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া। গত ৩ সেপ্টেম্বর আদালত ডা. সাবরিনার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১৪ সেপ্টেম্বর মামলাটিতে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারেই আছেন।

মামলার অভিযোগে বলা হয়, সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরিনা শারমিন হোসেন নাম। একটিতে জন্ম তারিখ দেয়া হয় ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করা হয় আর এইচ হক আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয় আরিফুল চৌধুরী।

এদিকে করোনা ভাইরাসের পরীক্ষা নিয়ে রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে নিম্ন আদালতে সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে।

গত ২৩ জুন করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ এনে তেজগাঁও থানায় মামলাটি করেন কামাল হোসেন নামের এক ব্যক্তি। মামলায় পেনাল কোডের ১৭০/২৬৯/৪২০/৪০৬/৪৬৬/৪৭১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। যার মধ্যে একাধিক ধারায় সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড।

সরকারি অনুমতি নিয়ে নমুনা সংগ্রহের নামে সাধারণ মানুষের কাছে করোনার নেগেটিভ-পজিটিভ জাল সনদ বিক্রি করে বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগের এই মামলায় ডা. সাবরিনা ও আরিফুল হক চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।