শেষ মহামারি নয় করোনাভাইরাস সঙ্কটই
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃবিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, করোনাভাইরাস সঙ্কটই শেষ মহামারি নয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীবজন্তুর কল্যাণ ছাড়া মানব স্বাস্থ্যের উন্নতির প্রচেষ্টা বিনষ্ট হবে। প্রথম মহামারি প্রস্তুতির আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ ২৭ ডিসেম্বর রবিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এতে তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারি থেকে শিক্ষা নেয়ার এখনই সময়। দীর্ঘ সময় নিয়ে বিশ্ব আতঙ্ক এবং অবজ্ঞার চক্রে আবদ্ধ হয়ে পরিচালিত হয়েছে। তার ভাষায়, আমরা অর্থ ঢেলেছি একটি প্রাদুর্ভাবের আবির্ভাবে। কিন্তু যখনই সেটা শেষ হয়ে গিয়েছে, আমরা সে সম্পর্কে ভুলে গিয়েছি। পরবর্তী মহামারি রোধে কিছুই করি না।
এটা ভয়াবহভাবে একটি স্বল্পদূরদৃষ্টি এবং খোলাখুলি বলছি, বিষয়টি অনুধাবন করা কঠিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থায় বিশ্বের প্রস্তুতি বিষয়ক প্রথম বার্ষিক প্রতিবেদন ২০১৯ সালের সেপ্টেম্বরে গ্লোবাল প্রিপেয়ার্ডনেস মনিটরিং বোর্ড প্রকাশ করে। নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার কয়েক মাস আগে এই রিপোর্ট প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ভয়াবহ মহামারি মোকাবিলায় বিশ্ব অপ্রস্তুত।
টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, ইতিহাস আমাদের বলে, করোনাভাইরাস মহামারিই সর্বশেষ মহামারি নয়। মহামারি প্রকৃতপক্ষে জীবনের একটি ফ্যাক্ট। মহামারি আমাদের সামনে এই তথ্যই জোরালোভাবে তুলে ধরেছে যে, মানবজীবন, পশুপাখি এবং গ্রহের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।