মুক্তাগাছায় গৃহনির্মাণ প্রকল্পের কাজে বাধা, মুর্তি দিয়ে খাস দখলের অভিযোগ
আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা গৃহহীনদের জন্য সরকারের জন্য সরকারি বরাদ্দকৃত গৃহ নির্মাণ প্রকল্পের সম্পদকে কৌশলে অবৈধ উপায়ে জবর দখলে নিতে বেপরোয়া হয়ে উঠেছেন স্থানীয় একটি কুচক্রী মহল। উপজেলার বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়া মৌজা সরকারে খাস খতিয়ান ভূক্ত জমিকে দখলে নিতে সেখানে ঘর নির্মান করে ঘরের ভিতর মুর্তি রেখে কৌশলে সরকারী সম্পদ জবর দখলের ঘটনায়
এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে-মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়া মৌজার ৫৭০৩ দাগে ১২ শতাংশ জায়গা ১ নং খাস খতিয়ান ভুক্ত জমি। প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে কে বা কারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্পের জায়গায় নতুন করে একটি ঘর নির্মাণ করে এবং ঘরের ভেতরে একটি মূর্তি রেখে দেয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘরটি ভেঙ্গে দেন এবং মূর্তিটিকে পাশের একটি মন্দিরে অক্ষত অবস্থায় রেখে দেন।
এ ঘটনার পর পরই হিন্দু সম্প্রদায়ের দখলবাজ কিছু লোক উগ্রবাদী এবং সাম্প্রদায়িক আচরণ শুরু করেছেন বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুূদ রানা। তিনি জানান- তারা উক্ত জায়গায় প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ করতে দিবেন না বলে কৌশলে মিছিল করতে শুরু করেন।
তাদের এ আচরণকে মুক্তাগাছার অসাম্প্রদায়িক মানুষ ঘৃণার চোখে দেখছেন। এদিকে অভিযুক্ত হিন্দু সম্প্রদায়ের এসব ভূমি দস্যুরা সরকারী জমি জবর দখলে ব্যর্থ হয়ে উপজেলা প্রেসক্লাবে প্রশাসনকে দোষী করে সাজানো সংবাদ সম্মেলন করায় স্থানীয়দের মাঝে বিষয়টি ধর্মের নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার বলেও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।