ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁর মান্দায় এক প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 29, 2020 - 6:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক প্রবীণ প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কালিগাঁও-জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবধর্না অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালিগাঁও-জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন প্রামানিকের বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি নাজমুল হক চাম্পা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মন্ডল, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক এস.এম হাবিবুর রহমান এবং উপজেলা যুবলীগের যুগ্ম- সম্পাদক মকুল প্রমূখ।

এসময় পুকুড়িয়া-তেপাড়া- কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খাইরুল ইসলাম ,সহকারী শিক্ষক আবুল হোসেন,সুলতানসহ অত্র বিদ্যলয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অবিভাবকবৃন্দ এবং অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।