টাঙ্গাইলের ৫টি পৌরসভার মধ্যে আওয়ামীলীগের মনোনীত পার্থী হয়ে যাঁরা লড়ছেন
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল জেলার পাঁচটি পৌরসভার নির্বাচনে যাঁরা মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তারা হলেন শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।
গত শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত নেন যে ৬৪ জেলার আওয়ামীলীগ পার্থী কারা হবেন । পার্থী নির্বাচনে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই ধারাবাহিকতায় টাঙ্গাইলের অন্যান্য উপজেলার মধ্যে আওয়ামী লীগের হয়ে যাঁরা মনোনয়ন পেয়েছেন তারা হলেন,
মির্জাপুর উপজেলার আওয়ামীলীগের কান্ডারী হিসেবে যিনি ছিলেন তিনি প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহ-ধর্মিনী ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র সালমা আক্তার (শিমুল)
ভূঞাপুর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা দুই বারের নির্বাচিত মেয়র মাসুদুল হক মাসুদ, সখীপুর পৌরসভায় জেলা আওয়ামী লীগের সদস্য ও টানা দুইবারের নির্বাচিত মেয়র আবু হানিফ আজাদ এবং মধুপুর পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান আওয়ামী লীগের মেয়র হিসেবে লড়বেন। আগামী ৩১শে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের জমা দেওয়ার শেষ তারিখ।