আসন্ন সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ইরানী’র নির্বাচনী সভা
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ আসন্ন সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে ৪,৫ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী মোছাঃ ইরানী পারভীন বিএ এর এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ ডিসেম্বর বিকেলে সয়াগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নির্বাচনী মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, স্থানীয় মাতব্বর, বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক সাবেক ভারপ্রাপ্ত মেয়র সেলিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় মাতব্বর, সমাজ সেবক মোঃ জামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস বুদ্দু, আব্দুস ছালাম, আবু সামা প্রমুখ।
উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মোছাঃ ইরানী পারভীন বলেন, আমি মরহুম শেখ ইউসুফ আলীর সুযোগ্য কন্যা, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পাশে ছিলাম, আছি। আমাকে এবারের পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে কাউন্সিলর পদে বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন আশাকরি এবং আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।