ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল্যাব উদ্বোধন করলেন উপাচার্য ড. মিজানুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 30, 2020 - 10:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে নতুন একটি ল্যাব উদ্ভোধন করা হয়েছে।আজ মঙ্গলবার ল্যাব উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মো. নাসির উদ্দিন এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা বলেন, আমাদের বিভাগটি নতুন। আজ পিসিআর মেশিনসহ গবেষণার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত হয়ে ল্যাব উদ্বোধন হওয়ায় আমরা আনন্দিত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পিসিআর মেশিন দিয়ে করোনা টেস্ট করা সম্ভব নয়। করোনা টেস্টের জন্য আরও উন্নতমানের পিসিআর মেশিন প্রয়োজন। তবে এ মেশিনের মাধ্যমে আমরা বিভাগের অন্যান্য কাজ করতে পারব।