দৌলতখান পৌরসভার কাউন্সিলর প্রার্থী জাকির এর মনোনয়ন পত্র দাখিল
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন। আজ উৎসবমুখর পরিবেশে নির্বাচনী আচরণ বিধি মেনে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বেগম খালেদা আক্তার ফেন্সী। এসময় তিনি বলেন- ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল’র নির্দেশে যদি পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হই, তাহলে ৬ নং ওয়ার্ডকে মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলবো। এছাড়াও রাস্তা-কালভাট ব্রীজ ও ড্রেনেজ ব্যবস্থার প্রাধান্য দিবো। ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।