ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় নীহারিকা স্পোর্টিং ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 1, 2021 - 1:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 104 বার

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয় প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নীহারিকা স্পোর্টিং ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) রাতে উপজেলার দক্ষিণ রাজানগর বাইতুর নুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টিম ইয়াং বয়েজকে ২-১গেমে হারিয়ে ১৬দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২০ এর চ্যাম্পিয়ন হয়েছে টিম ব্রাদার্স। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙ্গুনিয়া নীহারিকা স্পোর্টিং ক্লাব সভাপতি এমদাদুল ইসলাম নয়ন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। উদ্বোধক ছিলেন বেদবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার খোরশেদ আলম তালুকদার। প্রধান আলোচক ছিলেন উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউনুস মিয়া তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. ইউসুফ, মো. রাসেল, মো. সোহেল, ইঞ্জিনিয়ার সাজ্জাদ, ইঞ্জিনিয়ার নেজাম, প্রণব শীল জিকু, আকরাম তালুকদার, মো. মোস্তফা, মো. জাহেদ, মো.এনাম, মো. সুমন, মো. নেজাম , মো. তানজিদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তাসলিম ইবনে সালাম, সাইফুল ইসলাম আরিফ ও নাহিদুল ইসলাম।