ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৪:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ উপলক্ষ্যে গ্রামীণ খেলাধুলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 1, 2021 - 2:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 105 বার

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ০১জানুয়ারি, ২০ গত সময়গুলোর সাফল্য-ব্যর্থতা, বেদনা-গ্লানি ভুলে নতুন বছরে ভালো কিছু আশা করছে জয়পুরহাটের আপামর মানুষ। সেই লক্ষ্যে পুরাতন বছরকে বিদায় জানানো পাশাপশি নববর্ষকে বরণ উপলক্ষ্যে জেলায় নানা আয়োজন করা হয়েছে। নববর্ষকে তেমনি এক ব্যতিক্রমী অভ্যর্থনার আয়োজ করেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চল রহমতপুর গ্রামে।

ঐতিহ্যবাহী লাঠি খেলা, পানি ভর্তি কলস খেলা, থালা ঘোরানো সহ নানা গ্রামীণ খেলার আয়োজন করা হয় এখানে। আজ সকাল ১০ টার দিকে পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামে এ খেলার আয়োজন করা হয়। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের চমৎকার নৈপূন্য, প্রায় ১০/১৫ কেজি পানি ভর্তি কলস দাঁতে তুলে উড়াল নৃত্য ও থালা ঘুড়িয়ে আকর্ষণীয় নৃত্য প্রদর্শন করেন খেলোয়াড়রা। এসব বিলুপ্ত প্রায় খেলা উপভোগ করতে দূর-দুরান্ত থেকে আসা দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়।

করোনার এই আপদকালীন দুযোর্গেও দেখা যায়নি সামাজিক দুরত্ব কিংবা মানা হয়নি স্বাস্থ্য বিধি।