ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

‘কবিতা’ “সমযের’ নেই সময় কারে তরে”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 1, 2021 - 2:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

-আনোয়ার শাহাদাত
***************************
জীবন খাতার পাতা থেকে
একটি বছর গেল চলে,
নতুন দিনের তরে তবে
অনেক কথা গেল বলে।
সময় কিন্তু এমনি করে
যাচ্ছে বয়ে নিয়ম মেনে,
কারো তরে নেই অপেক্ষা
দিগন্ত রেখায় নিচ্ছে টেনে।
বাড়ছে বয়স কমছে শক্তি
যাচ্ছে কমে নিজ বরাদ্দ,
তবু মোরা ভাবছি বসে
সময় আছে আরো সহস্রাব্দ!
চোখের সামনে গেল চলে
কত-কত আপন জন,
তবু কেন হয়না মোদের
পরিশুদ্ধ এই মন।
এক বছরের শিক্ষা নিয়ে
চলতে হবে সম্মুখ পানে,
ছাড়তে হবে পাপের রাজ্য
খুঁজতে হবে জীবনের মানে।