ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দ্বিতীয় পর্বে নির্বাচিত হলেই ধামাইরহাট বাজার উন্নয়ন পরিপূর্ণের পরিকল্পনা সেলিমের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 1:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 481 বার

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া: প্রথম মেয়াদে দীর্ঘ ৩বছর দায়িত্বশীল, প্রশংসনীয় ভূমিকা পালন করছেন ধামাইরহাট ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম সেলিম। ব্যবসায়ীদের দূর্দীনে ঝাঁপিয়ে পড়তে আন্তরিকতার ঘাটতি নেই সেলিমের। বললেন, ধামাইরহাট বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা।

এছাড়াও তিনি স্থানীয় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন দলের হয়ে। নির্বাচিত সাধারণ সম্পাদক পদে ধামাইরহাট ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির দায়িত্বে আসার পর থেকেই বাজার উন্নয়নের জন্যে প্রচুর পরিমাণ কাজের সফলতা অর্জনেও সেলিমের ভূমিকায় ব্যবসায়ী এবং এলাকাবাসীর মনে উৎসবের আমেজ চোখে পড়ার মতো।

ব্যবসায়ীদের জন্য পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা, আর্সেনিক পানির নিশ্চিতে গভীর নলকূপ স্থাপন, বাজারের বিভিন্ন ক্ষয়ক্ষতিতে ব্যবসায়ীদের সাথে নিয়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন। ব্যবসায়ীদের সুখ দুঃখের গল্প শুনে পাশে থাকার চেষ্টায় থাকেন ব’লে ও মন্তব্য করেছেন, ধামাইরহাট বাজারের ব্যবসায়ী মো. ছত্তার। বৃহত্তর ধামাইরহাট বাজারের ব্যবসায়ীরা জানান, সম্প্রতি করোনা কালীন সময়ে সরকারি নির্দেশনাসমূহ পালনে সব সময় কাছ থেকেই সহযোগীতা পেয়েছি সেলিমের। তারা বলেন, ফের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে মানবতার সেবায় নিয়োজিত সেলিম বাজারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন।

আসন্ন ৭জানুয়ারী ধামাইরহাট ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তালাচাবি প্রতীকে অংশ নেওয়া ফজলুল ইসলাম সেলিম জানান, নিজেকে সবসময় বাজার উন্নয়নের কাজে সম্পৃক্ত রেখেছি। মন্ত্রী মহোদয় যতবার উত্তর রাঙ্গুনিয়া এসেছেন প্রতিবারই ব্যবসায়ী সমিতির প্রচেষ্টায় শুভেচ্ছা প্রদানের মাধ্যমে মন্ত্রী মহোদয়কে জরাজীর্ণ বাচাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি, সেই দৃষ্টির আলোকে আজকে বাজারের উন্নয়ন দৃশ্যমান। বাজারে মাঝে মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে পুরো বাজার সিসি ক্যামেরার আওতায় আনবো এবং ব্যবসায়ী সমিতির আওতাভুক্ত যেসকল ব্যবসায়ীরা মারা গিয়েছে তাদের সঞ্চয় তাদের পরিবারকে বুঝিয়ে দেব। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।