আয়েশা খানমের দাফন সম্পন্ন
নেত্রকোনা প্রতিনিধি : নারীনেত্রী আয়েশা খানমের দাফন নেত্রকোনায় সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ আছর নেত্রকোনায় অন্নেষা স্কুলের সামনে রাষ্ট্রীয় মার্যাদায় জানাজা শেষে পারিবারিক করবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে নেত্রকোনার কাটলী বাস ভবনে পৌঁছে তার মরদেহ।
শনিবার ভোরে ঢাকার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে ১৯৪৭ সালের ১৮ অক্টোবর আয়েশা খানমের জন্ম। তার বাবার নাম গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। এ ছাড়া রোকেয়া হলের সাধারণ সম্পাদক ও সহসভাপতি ছিলেন।
ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়েশা খানম বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন।