নারায়ণগঞ্জে ট্রাক চালক খুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ইয়াকুব আলী(৪৩) নামক এক ট্রাক চালক খুন হয়েছে। শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের পশ্চিমে মোঃ আলীর ঘাট সংলগ্ন নদীর তীরবর্তী স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ট্রাক চালক ইয়াকুব আলী কিশোরগঞ্জ জেলার নিকলি থানার বাটি ভাড়াটিয়া গ্রামের মৃত আলতু মিয়ার পুত্র।স্ব পরিবারে সে দাপা শৈলকূইড়াস্থ হোসেন সর্দারের ইট খোলায় বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার এস,আই আসাদ জানান,উদ্ধার হওয়া ট্রাক চালক ইয়াকুব আলীর মাথার পিছনে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে অনাবরত রক্ত ঝড়ছে। ধারনা করা হচ্ছে ৭২ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়েছে।
তবে নির্ভরযোগ্য একটি সূত্রের দাবী,টাকা লেনদেনকে কেন্দ্র করেই পরিকল্পিত ভাবে ট্রাক চালক আইয়ুব আলীকে হত্যা করা হয়েছে।
ফতুল্লা থানার ইনচার্জ আসলাম হোসেন জানান, এলাকাবাসী পুলিশকে জানান পুলিশ সেখানে গিয়েছে।লাশ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।