রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশা মালিক সমিতি গঠিত
ইসমাঈল হোসেন ,রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশা মালিক সমিতি গঠন করা হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে মাষ্টার নির্মল কান্তি দাশকে সভাপতি, মুহাম্মদ করিম উদ্দীন হাছানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক পদে মোর্শেদুল আজিম চৌধুরী খোকন, সহ সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ মোজাম্মেল হক, সহ সাংগঠনিক সম্পাদক পদে এস এম ফোরকান, কোষাধ্যক্ষ মুক্তি সাধন বড়ুয়া, সহ কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ আজিম, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ জলিল, সদস্য পদে মুহাম্মদ আজিজুল করিম, মুহাম্মদ হারন ফারুক, মুহাম্মদ দিদার, রাজু দে, মুহাম্মদ রাকিব হোসেন, মুহাম্মদ হারুনুর রশিদ বাচা, মিটু বড়ুয়া, দীপক বড়ুয়া, বিপ্লব বড়ুয়াসহ অন্যান্যদের নির্বাহী সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
গত শুক্রবার (১ জানুয়ারি) বিকালে কমিটি গঠনের লক্ষে উপজেলার মরিয়মনগর চৌমুহনীতে সিএনজি অটোরিকশা মালিকদের নিয়ে আয়োজিত সভা থেকে এই কমিটি গঠন করা হয়েছে। মাষ্টার নির্মল কান্তি দাশের সভাপতিত্বে এবং মুহাম্মদ করিম উদ্দীন হাছানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার, এডভোকেট নির্মল কুমার বড়ুয়া, মোর্শেদুল আজিম চৌধুরী খোকন, মুহাম্মদ জলিল, এস এম ফোরকান, মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ দিদার, মুহাম্মদ আজিম, মাওলানা মুহাম্মদ হারুন ফারুক, মুহাম্মদ হারুনুর রশিদ বাচা, দীপক বড়ুয়া, মুহাম্মদ আজিজুল করিম, মুহাম্মদ রাকিব হোসেন প্রমুখ।