ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পেকুয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 3, 2021 - 12:23 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 252 বার

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় একটি ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামালসহ নগদ টাকা লুট করেছে একদল দূর্বৃত্তরা। এসময় দোকানদারের ব্যক্তিগত অফিসে টাঙ্গানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করে দূর্বৃত্তরা।

শনিবার (১জানুয়ারী) মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনী সিএনজি গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দোকান ব্যাবসী মোকাম্মেল বলেন, গত পরশু চট্টগ্রাম থেকে প্রাশ চার লক্ষ টাকার মালামাল ক্রয় করে এনেছিলাম সিএনজি ও মোটর পার্টসের। এই মালামাল গুছিয়ে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। শুক্রবার মধ্যে রাতে মাতবর পাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছৈয়দ আহমদের ছেলে ইদ্রিসের নেতৃত্বে সাবেক গুলদি এলাকার মোজার আহমেদের ছেলে মকসুদ, একই এলাকায় মৃত আবু সুফিয়ানের ছেলে আসিফসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল ডুকে আমার দোকানে ভাংচুর চালায়। আমার ব্যক্তিগত অফিসে টাঙ্গানো জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে দূর্বৃত্তরা। এসময় তাঁরা দোকান ভাংচুর করে দোকানে রক্ষিত নগদ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

দোকানের স্বত্বাধিকারী মালিক নুর মোহাম্মদ বলেন,
হামলা কারীদের সাথে আমার দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো। তাঁরা বিভিন্নভাবে আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো এবং হত্যার চেষ্টা করে আসছে। এরই জের ধরে হামলাকারীরা পরিকল্পিত এ হামলা চালায়।

এবিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, হামলার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।