ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

উলিপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পূর্ণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 3, 2021 - 7:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 115 বার

আরিফুল ইসলাম জয় স্টাফ রিপোর্টার ঃ কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে ঘোষিত তফশিল মোতাবেক উপজেলা পরিষদ সভা কক্ষে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীদের মনোননয়পত্র বাছাই সম্পন্ন হয়েছে।

এতে মেয়র পদে যে তিন জন মনোনয়ন দাখিল করেছেন তাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিব। অপরদিকে ১৩ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৫০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন ।এছাড়া ৭ ও ৮ নং ওয়ার্ডের ১ জন করে সাধারণ কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম ও আবু তালেবের মনোনয়ন ঋণ খেলাপির কারণে অবৈধ ঘোষণা করেছেন তিনি।

উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব মোঃ মামুন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র হায়দার আলী মিঞা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আতাউর রহমান মনোনয়ন দাখিল করেছেন।

সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ৫ জন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২ নং ওয়ার্ডে ৮ জন, ৩ নং ওয়ার্ডে ২ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ৮ জন, ৬ নং ওয়ার্ডে ৫ জন, ৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮ নং ওয়ার্ডে ৮ জন, ৯ নং ওয়ার্ডে ৬ জনসহ মোট ৫২ জন তাদের মনোনয়ন দাখিল করেন।