ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ভেজাল মদ সেবন করে মৃত্যুর রহস্য উদঘাটন, মালামাল উদ্ধার গ্রেফতার-৪

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 4, 2021 - 2:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

লিয়াকত রাজশাহী হোসেন ব্যুরোঃ রাজশাহীতে গত ৩১ ডিসেম্বর বর্ষবরণ উদযাপন করতে গিয়ে মদ পান করে ৫ জনের মৃত্যুর ঘটনায় পুলিশ ভেজাল মদ তৈরী করে বিক্রির দায়ে মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে। বোয়ালিয়া থানা পুলিশ জানায় অতি লোভের আশায় এই চক্রটি মদের বৈধ উপকরণ বাদ রেখে অবৈধ ভাবে রেক্টিফাইড স্পিরিট ও রং মিশিয়ে মদ তৈরী করে পরিত্যাক্ত মদের বোতলে ভরে বিক্রি করেছিলো। চক্রটির কাছ থেকে সেই মদ বিভিন্ন জন কিনে খাওয়ার ফলে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। গত রাতে নগরীর সাগর পাড়া এলাকার বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে এই চক্রের মোট চারজন মরিমল সিং, সাজু, বাপ্পা সিং ও ইফতেখার হোসেন কে গ্রেপ্তার করে। সেই সাথে মদের বোতলের অসংখ্য ছিপি ও পরিত্যাক্ত বেশ কিছু মদের বোতল, তেতুলের বিচি ও বিষাক্ত রঙ জব্দ করেছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত ২ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এসব মদ খেয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মোট ৫ যুবক।

উল্লেখ্য, রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে এদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।