“মানব সেবায় আমরা” এর পূর্নাঙ্গ কমিটি গঠন; সভাপতি মহসিন, সাঃ সম্পাদক আব্দুল্লাহ
ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের চিরিরবন্দরে সেচ্ছাসেবী সংগঠন “মানব সেবায় আমরা” এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) রাত ১০ ঘয়িকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান হাবিব ও মোঃ রাসেদুল ইসলাম এর সম্মতি এবং সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
এসময় সংগঠনের সকল সদস্যদের সিদ্ধান্তে পূর্নাঙ্গ কমিটিতে মোঃ মহসিন আলী কে সভাপতি, মোঃ আব্দুল্লাহ আল হাসিব কে সাধারণ সম্পাদক, মোঃ মিরাজুল ইসলাম সোহাগ কে সহ-সভাপতি, মোঃ মাজেদুল ইসলাম কে সহ-সাধারন সম্পাদক ও এম.এ সবুজ কে সাংগঠনিক সম্পাদক সহ মোট ৫১ জনের একটি কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, পথচলা শুরু ২০১৪ সাল থেকে আজ অব্ধি ২০২১ পর্যন্ত। দীর্ঘ এই সময়ে এই সংগঠন টি সমাজের নানান প্রতিকূলতায় নিজেদের সাহস,সামর্থ্য ও স্বেচ্ছাসেবিতা দিয়ে নিজেদের কে বার বার সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে নিজেদের কে আবিস্কার করে গেছে। কখনো হয়তো শীতার্তদের মাঝে কম্বল বিতরন করে,কখনো গৃহহীন মানুষেরগৃহ নির্মান করে,অসহায় ও গরীব ছাত্রদের পড়াশোনা র খরচ ও শিক্ষা উপকরণ সরবরাহ করে, আবার কখনে মুমূর্ষু ব্যক্তি কে রক্তদান করে আবার করোনা মহামারী তে এখনো তারা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে এবং সচেতনতা বৃদ্ধি তে কাজ করছে।
তাদের এ কাজের ধারা কে আরো বেগবান করতে চলতি বছর ২০২১ সালের কার্যকরী কমিটি প্রকাশ করতে মহামারী করোনার কারনে গত ৩ জানুয়ারি রাত ১০ ঘটিকায় তাদের নিজস্ব ফেসবুক গ্রুপ থেকে লাইভ এ এসে আলোচনা সম্পন্ন করেন।