যশোরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃযশোরে মোটরসাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষে খাইরুল ইসলাম (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।সোমবার (৪ জানুয়ারি) যশোর- বেনাপোল মহাসড়কে নতুন হাট এলাকায় এ দূর্ঘটনায় ঘটে।নিহত খাইরুল সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের মৃত- কুদরত আলীর ছেলে।
নিহতের ছেলে নজরুল ইসলাম জানান,তার পিতা খাইরুল ইসলাম সকালে ভ্যান চালিয়ে বাড়ি থেকে পুলেরহাট যাচ্ছিলেন।পথিমধ্যে নতুনহাট পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেলর সাথে তার ভ্যানের সংঘর্ষ হয়। এতে তিনি ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।