করোনার টিকা নিচ্ছে মানুষ বেইজিংয়ে লাইন ধরে
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃচীনের রাজধানী বেইজিংয়ে লাইন ধরে করোনাভাইরাসের টিকা নিচ্ছে হাজার হাজার মানুষ। নতুন বছরকে কেন্দ্র করে ফেব্রুয়ারিতে প্রচুর মানুষ ভ্রমণ করে বিধায় এর আগেই দেশটির সরকার লাখ লাখ মানুষকে টিকার আওতায় নেওয়ার উদ্যোগ নিয়েছে।
বেইজিংয়ে গত কয়েকদিনে ৭৩ হাজার ৫৩৭ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে কমিউনিটি ওয়ার্কার ও বাস ড্রাইভারও রয়েছে। খবর সিনহুয়া’র।
জাতীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে স্থানীয় হাসপাতাল ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে লোকজন টিকা নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ব্যায়ামাগার ও খালি ফ্যাক্টরিগুলোকেও টিকাদান কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।
চীনা কর্তৃপক্ষ নতুন বছরের শুরুতে তাদের নিজস্ব কোম্পানি সিনোফার্মের টিকা শর্তসাপেক্ষে ব্যবহারের অনুমোদন দেয়।
চীনে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। কিন্তু দেশটি খুব দ্রুতই তা নিয়ন্ত্রণে আনে।