দেশে প্রথম কিশোরগঞ্জ থানায় “হিম ঘর” উদ্বোধন
মোঃ: মোঃ লাতিফুল আজম কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ থানায় উদ্বোধন করা হলো “হিমঘর”। থানা চত্বরে লাশ থাকার নির্দিষ্ট কোন
জায়গা না থাকায় কয়েক মাস আগে যোগদান করা ওসি আব্দুল আউয়াল এ পরিকল্পনা নেন। এক বিশিষ্ট ব্যবসায়ীর সহযোগিতায় হিম ঘরের কাজ শুরুও করেন। কাজ শেষে সোমবার এ ঘরটির শুভ উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম।
ওসি আব্দুল আউয়াল এ কিশোরগঞ্জ থানায় যোগদান করার পর দেখতে পান অস্বাভাবিক মৃত্যু ব্যক্তির লাশ থানা প্রশাসনিক ভবনের সামনে রাখা হয়। এটি দেখে তার মাথায় বিদেশে মিশনরত্ব অবস্থার চিত্র ফুটে উঠে।
সেসব দেশের বাস্তব অভিজ্ঞতা থেকে একটি হিম ঘর তৈরির আইডিয়া মাথায় আসে তার। ঘরটি
নির্মাণে সহযোগিতা চাইলে এক ব্যবসায়ী সহযোগিতা করেন। শুরু হয় ঘর নির্মাণ। প্রায় ৩ মাসে ঘরটির নির্মাণ কাজ শেষ হলে আজ হিম ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। ফিতা কেটে এটির উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পিপিএম (সেবা), কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম প্রমুখ।
পরে থানা চত্বরে নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পিপিএম (সেবা) কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।