যশোরে ভয়ানক অগ্নিকান্ড
সোহেল রানা, যশোর প্রতিনিধি:- যশোর শহরতলীর পুরাতমন খয়েরতলা এলাকায় আগুন লেগে ৪টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে ৩টি ফার্নিচার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার রাত ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে। শত শত জনসাধারণ ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়ে রাত ১২টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। তাতক্ষণিক ক্ষতির পরিমাণ ধরণা করা যাচ্ছেনা ও কি কারণে এই ঘটনা ঘটেছে তা উৎঘটনে সেনা বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
এই দিকে, ঘটনার পর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস যশোরের উপসহকারী পরিচালক আনারুল হক। তিনি আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।