ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সৌদিতে কাজ করতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে ছিটকে পড়ে টেকনাফের মকবুল নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 1:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি-সৌদি আরবের খামিস প্রদেশে কাজ করতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে ছিটকে পড়ে এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছে।

জানা গেছে, খামিস শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি নির্মাণাধীন ভবন থেকে ছিটকে পড়ে সীমান্ত উপবেলা টেকনাফের কাটাবনিয়া গ্রামের প্রবাসী মকবুল আহমদ (৪২) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত ৩ জানুয়ারি রবিবার বাংলাদেশ সময় বিকাল ৩ টার দিকে কাজ করার সময় ৩ তলা থেকে ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তার শ্যালক আহমদ বিন শফি।

নিহত প্রবাসী মকবুল আহমদ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার হাজী হাবিবুল্লাহর ২য় পুত্র।

মৃত্যুকালে মা, স্ত্রী, ভাই,বোন ও ২সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।